যে কারণে ২ দিন বন্ধ থাকবে মিরপুর ডিওএইচএস-উত্তরাগামী সড়ক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৮:৩৮ পিএম

যে কারণে ২ দিন বন্ধ থাকবে মিরপুর ডিওএইচএস-উত্তরাগামী সড়ক

রাস্তা সংস্কার কাজ চলছে। ছবি : রূপালী বাংলাদেশ

সংস্কার কাজের জন্য রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত সড়কে দুই দিন যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই সড়কের মিরপুর ডিওএইচএস প্রান্তের এমপি চেকপোস্ট অর্থ্যাৎ মেট্রোরেলের ১৩৯ নম্বর পিয়ার থেকে উত্তরা দক্ষিণ স্টেশন (পিয়ার নম্বর ১১৪) পর্যন্ত সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত সড়কটি বন্ধ থাকবে। তবে শুক্রবার সকাল থেকে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

সড়কটির সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের জন্য এতে যান চলাচল বন্ধ করায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

পাশাপাশি উন্নত অবকাঠামো দ্রুত নির্মাণেও নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএনসিসি।

রূপালী বাংলাদেশ

Link copied!