ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে চালু হচ্ছে কার্গো ফ্লাইট

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১২:৪৪ পিএম
ছবিঃ সংগৃহীত

সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হতে যাচ্ছে। এই নতুন ব্যবস্থা চালু হলে পণ্য পরিবহণের খরচ এবং সময় কমবে। পাশাপাশি পূরণ হবে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি।

এখন পর্যন্ত ব্যবসায়ীদের আকাশপথে পণ্য পরিবহনের জন্য ঢাকার ওপর নির্ভর করতে হতো। যদিও চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। তবে এই নতুন ফ্লাইট চালু হলে দক্ষিণ এবং পূর্বাঞ্চলের ব্যবসায়ীরা সরাসরি সুবিধা পাবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, দ্রুত পণ্য রপ্তানির জন্য ঢাকার পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও কার্গো ফ্লাইট চালু করা হবে। চলতি মাসের শেষে অথবা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে এই সেবা শুরু হবে। বিমানবন্দর দুটি ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সম্প্রতি আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) একটি প্রতিনিধি দল সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর পরিদর্শন করে এগুলিকে ক্যাটাগরি ১ বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ফ্লাইট পরিচালনা ও পণ্য রপ্তানির জন্য সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে ইউরোপসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে পণ্য সরাসরি পাঠানো যাবে। যা ব্যবসায়ীদের জন্য সময় এবং খরচের সুবিধা সৃষ্টি করবে।

বেবিচক কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগকে ব্যবসায়ীরা ইতিবাচক হিসেবে দেখছেন। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি সভায় দ্রুত কার্গো ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ মন্তব্য করেছেন, "সিলেট ও চট্টগ্রামের মধ্যে নিয়মিত পণ্য আদান-প্রদান হয়। সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসায়ীরা সময় এবং খরচে সুবিধা পাবেন।"

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের সাব-কমিটির চেয়ারম্যান হিজকিল গুলজার বলেন, "সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু করার দাবিটি দীর্ঘদিনের ছিল। এখন এই ব্যবস্থা চালু হলে ব্যবসায়ীরা বিভিন্ন ভোগান্তি থেকে রক্ষা পাবেন।"

বর্তমানে দেশে ৮টি কার্গো এয়ারলাইন্স রয়েছে, কিন্তু শাহজালাল বিমানবন্দরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় অনেক রপ্তানিকারক পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর ব্যবহার করেন। বাংলাদেশে কার্গো রপ্তানি ফি তুলনামূলকভাবে বেশি হওয়ায় ব্যবসায়ীরা তা কমানোর জন্য দাবি জানিয়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, "ব্যবসায়ীদের সুবিধা বিবেচনা করে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফ্লাইট পরিচালনার জন্য সমস্ত নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এবং আশা করা হচ্ছে, চলতি মাসের শেষে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে এই সেবা শুরু হবে।"