ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারীদেরই নিরাপত্তা নেই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৫:১৩ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ভেঙেচুড়ে তছনছ করে ফেলেছেন। পূর্বের আ’লীগ সরকারের মতোই একইভাবে অপব্যবহার করে যাচ্ছেন। এক কথায় সব প্রতিষ্ঠানের ধ্বংসের খেলায় নেমেছেন।

বুধবার (১২ মার্চ) জাপার বনানী কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদেরর সাথে দেশের আইনশংখলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় এসব মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, এসব প্রতিষ্ঠানের সেবার মান দিনে দিনে নিম্নমূখি হয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের দোসর বানিয়ে তাদের মনোবল ভেঙে দেয়া হচ্ছে। এদেশের নিরাপত্তারক্ষীকর্মীদেরই  জীবনেরই নিরাপত্তা নেই। এমন ভয়ার্ত পরিস্থিতি স্মরণকালে দেখিনি বললেই চলে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারের সক্ষমতা নেই বললেই চলে।

‘এ সরকার জাতীয় পার্টির সাথে বৈষম্যমূলক আচরণ করে তাদের নিরপেক্ষতা হারিয়েছে। মিছিল, সমাবেশ ও ইফতার অনুষ্ঠানের মতো অহিংস এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে জাতীয় পার্টি। দেশের মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। এই সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।’