নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে ঐকমত্যের আগেই নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া রাজনৈতিক দল নিবন্ধন, প্রবাসীদের ভোটগ্রহণ পদ্ধতি নির্ধারণসহ বিভিন্ন উদ্যোগকে সাংঘর্ষিক, বিভ্রান্তিকর ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
বুধবার (১২ মার্চ) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় নারী দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। এতে সংগঠনের সভাপতি ছাড়াও বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, "সরকারের সঙ্গে আলোচনা না করে এবং সংস্কার নিয়ে ঐকমত্য হওয়ার আগেই নির্বাচন কমিশন যেসব উদ্যোগ নিচ্ছে, তা সাংঘর্ষিক ও বিভ্রান্তিকর।"
এদিকে, নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম রাখতে বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশব্যাপী নির্বাচন অফিসের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলন করে আন্দোলনরত কর্মকর্তারা এনআইডি কার্যক্রমের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তিসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। ইসির দাবি, ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে হলে জুন-জুলাইয়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করতে হবে।
আপনার মতামত লিখুন :