মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় উত্তল দেশ। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। আন্দোলনরতদের ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ জানিয়েছে পাঁচ দফা দাবি।
এরপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে অন্তর্বতী সরকার।
সংশ্লিষ্ট এক উপদেষ্টা বলেছেন, ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১২ মার্চ) সচিবালয়ে সরকারে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ‘দুই-একদিনের মধ্যে খসড়ার কাজ শেষ করে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।’
তিনি বলেন, ‘মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে। এ ক্ষেত্রে কালক্ষেপণ করবে না সরকার।’
তিনি আরও বলেন, ‘যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী নিপীড়ন করছে তাদের ব্যাপারে সরকার জিরো টলারেন্স।’