শান্তিনগরে রিভলভারসহ চাঁদাবাজ নুরুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৭:৫৫ পিএম

শান্তিনগরে রিভলভারসহ চাঁদাবাজ নুরুজ্জামান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বিদেশি রিভলভারসহ চিহ্নিত চাঁদাবাজ নুরুজ্জামান বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় শান্তিনগরের নভেল হাউজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পল্টন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী বলেন, পল্টন থানার টহল দল শান্তিনগর এলাকায় এক ব্যক্তিকে দৌড়ে আসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে। ওই সময় মাহফুজ মীর নামে এক ব্যক্তি অভিযোগ করেন, চাঁদার টাকা না দেওয়ায় তার বাবাকে গুরুতর আহত করে পালিয়ে যাচ্ছিলেন বিপ্লব। পরে তার দেহ তল্লাশি করে একটি ০.৩২ বোরের রিভলভার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নুরুজ্জামান শান্তিনগর ও পল্টন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করতেন। জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে পল্টন থানায় অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

আরবি/একে

Link copied!