রোজাদারদের সুখবর দিলো আবহাওয়া অফিস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৫:১৯ পিএম

রোজাদারদের সুখবর দিলো আবহাওয়া অফিস

বৃষ্টিভেজা প্রকৃতি। ছবি : সংগৃহীত

এবার ফাগুনেই আগুন ঝরছে। নগরজীবনে তীব্র যানজটের সঙ্গে কাঠফাঁটা রোদ। সব মিলিয়ে পবিত্র রমজানে রোজাদারদের নাভিশ্বাস উঠেছে ইতোমধ্যে। আর এরই মধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির তথ্যমতে, দেশের কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এতে আরও বলা হয়, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে। একইসঙ্গে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া শনিবার (১৫ মার্চ) সকাল থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির কারণে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এক সপ্তাহ ধরে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করছে।

বৃহস্পতিবার চুয়াডাঙ্গায়  তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, গত বছর এই দিনে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান সাংবাদিকদের জানান, কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩০-৩৫ এর ঘরে ছিল। হঠাৎ আজ তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!