ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ডিএনসিসি প্রশাসকের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৬:০৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাজধানীর গুলশান নগর ভবনে উভয়পক্ষের মধ্যে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিএনসিসি আওতাধীন এলাকায় খাল ও জলাশয়ের টেকসই উন্নয়ন এবং ঢাকা শহরে ‘ব্লু নেটওয়ার্ক’ স্থাপনে সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।

বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল দখলমুক্তকরণ ও খনন কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, ‘ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ডিএনসিসি ইতিমধ্যে খালের খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। ডিএনসিসি এই উদ্যোগে অন্যান্য সরকারি সংস্থা ও উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকার ব্লু নেটওয়ার্ক স্থাপনে নেদারল্যান্ডস আমাদেরকে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করতে পারে, যা দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।’

রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় ডিএনসিসি প্রশাসক বলেন, ‘নেদারল্যান্ডসের দৃষ্টিনন্দন খালগুলো বিশ্বে রোল মডেল। এসব খালে নৌযান চলাচল করে, যা শহরের পরিবহন ব্যবস্থার অংশ। নেদারল্যান্ডসের ব্লু নেটওয়ার্ক ও হাইড্রো ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের জন্য একটি কার্যকর মডেল হতে পারে। তাদের অভিজ্ঞতা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে।’

জবাবে রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স বলেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন ব্যবস্থাপনা এবং খালগুলোর টেকসই উন্নয়নে নেদারল্যান্ডস কাজ করতে আগ্রহী। ঢাকার খালগুলো উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনের সুযোগ রয়েছে। এই উদ্যোগে যৌথভাবে কাজ করতে আমরা আগ্রহী এবং দ্রুতই বিস্তারিত উল্লেখপূর্বক একটি প্রস্তাবনা উপস্থাপন করব। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’