অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। এটি আমাদের জন্য খুবই সম্মানের বিষয়। এটি গুরুত্বপূর্ণ একটি ট্যুর। এই ট্যুরকে সামনে রেখে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনও ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধের সিদ্ধান্তটা এসেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে সলিডারিটি প্রকাশ করবেন। রোহিঙ্গাদের যে মানবিক সহায়তা কমে গেছে, সে বিষয় নিয়ে তার সঙ্গে যথেষ্ট আলাপ হবে।
তিনি বলেন, মাগুরার শিশুটির মৃত্যুর খবরে আমরা খুবই শোকাহত। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, শিশুটিকে বাঁচানোর জন্য। আমাদের চিকিৎসকরা প্রাণান্তকর চেষ্টা করেছেন। যারা এ ঘটনায় অভিযুক্ত, তাদের সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টা নিজে নির্দেশ দিয়েছেন, তাদের খুব দ্রুত যাতে বিচারের আওতায় আনা হয়।
ড. ইউনূস চলতি মাসের ২৬ তারিখে চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন বলেও জানান প্রেস সচিব।
শফিকুল আলম বলেন, এ সফরে চায়নার প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে তার। সফরকালে ২৮ মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, স্বল্পোন্নত (এলডিসি) থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে ২০২৬ সালে গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে৷ বিজনেস সক্ষমতা বাড়বে।
পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে-এ কথা জানিয়ে তিনি বলেন, যেখানে সৌদিআরব সাহায্য করেছে বলা হলেও, সেটা আসলে নিজেদের টাকায় করা হয়েছে। প্রতিটি মসজিদ নির্মাণে ১৭ কোটি টাকা করে খরচ করা হয়েছে, তবে প্রকৃত অর্থে খরচ হয়েছে ৭ থেকে ৮ কোটি টাকা। তাই ধর্ম মন্ত্রণালয় এটা নিয়ে তদন্তে করতে কমিটি গঠন করছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :