ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

রোজার মাঝামাঝিতে এসে চড়া সবজির বাজার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত

চলছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসের মাঝামাঝিতে এসে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। বিশেষ করে বেগুন এবং করলার দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যান্য সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর খিলগাঁও, মালিবাগসহ বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, শীতকাল শেষ হওয়ায় শীতকালীন সবজি প্রায় শেষ। এছাড়া আমদানি কমে যাওয়ায় চাহিদা বেড়েছে এবং এর ফলে সবজির দাম কিছুটা বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন এবং গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা পিস, লাউ ৫০ থেকে ৬০ টাকা পিস, জালি ৬০ টাকা, পাকা টমেটো ২৫ থেকে ৪০ টাকা কেজি, গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, খিরাই ৬০ টাকা ও শশা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া, গ্রীষ্মকালীন সবজির মধ্যে গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, করলা ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ১০০ টাকা, সজনা ২০০ টাকা, ভেন্ডি ১২০ টাকা, কচুর লতি ১২০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, রোজা শুরুর আগে শীতকালীন আবহে সবজির দাম অন্যান্য বছরের তুলনায় কম ছিল। তবে রমজান মাস শুরু হওয়ার পর থেকেই সবজির দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, যার ফলে তাদের জন্য বাজারে কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে।

মিরপুর কচুক্ষেত এলাকার বাসিন্দা শাওন বলেন, “গত মাসে সব ধরনের সবজির দাম স্বাভাবিক ছিল, তবে রমজান মাস আসার পর দাম বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের বেশি টাকা দিয়ে সব সবজি কিনতে হচ্ছে। কিছু সবজির দাম তো দ্বিগুণ হয়ে গেছে। রমজান এলে সব ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়, কিন্তু এসব দেখার যেন কেউ নেই।”

খিলগাঁও বাজারের ব্যবসায়ী মো. সাজ্জাদ বলেন, “সবজির সরবরাহ কম থাকায় বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে আমরা বেশি দামে বিক্রি করছি। রমজান মাসের আগে সবজির দাম কম ছিল, কিন্তু এখন অধিকাংশ সবজির দাম বাড়তি।”

মালিবাগ ও শাজাহানপুরের কাঁচাবাজারের ব্যবসায়ীরাও একই মন্তব্য করেছেন। তারা জানান, শীত চলে যাওয়ার কারণে সবজির সরবরাহ কমে গেছে, ফলে দাম বেড়েছে।