হবিগঞ্জের চুনারুঘাটে বাবাকে ধাক্কা দেয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন পাগলকে বেধড়ক পিটিয়ে আহত করেছে তিন ছেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনার একটি ভিডিও গতকাল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক ভাইরাল হয়। ভিডিও ভাইরালের পর ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম ব্যবহারকারীরা।
হামলার শিকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। চুনারুঘাট থানার ওসি নুর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াকে ভিডিও প্রেরণ করলে ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত হয়।
স্থানীয়রা জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মোতালিবের সঙ্গে ধাক্কা লাগে পাগলের। তবে এতে ওই ব্যক্তির তেমন গুরুতর কিছুই ঘটেনি। তবুও ক্ষিপ্ত হয়ে তার ছেলে ব্যবসায়ী বকুল, মুকুল ও শেকুল লাঠি দিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধড়ক পিটায়। এতে পাগলের চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ পৌঁছানোর খবর পেয়েই হামলাকারীরা দোকানপাট লাগিয়ে পালিয়ে যান। তবে আইনগত ব্যবস্থা চলমান।