১৫ হাজার ট্রেনের টিকিটের বিপরীতে আধা ঘণ্টায় ২০ লাখ হিট

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৪:০৩ পিএম

১৫ হাজার ট্রেনের টিকিটের বিপরীতে আধা ঘণ্টায় ২০ লাখ হিট

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টায় প্রথমদিনের আগাম টিকিট বিক্রি শুরু হয়।

এদিন প্রথমে বিক্রি করা হয় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। তবে টিকিট বিক্রির প্রথম ৯ মিনিটের মধ্যেই এই অঞ্চলের অধিকাংশ টিকিট শেষ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, এদিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়ে। যাদের অনেকেই টিকেট ক্রয়ে বঞ্চিত হয়েছেন।

তবে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলছেন, ‘টিকিট কেনায় কোনও সমস্যা হয়নি। কোনও অভিযোগ পাওয়া যায়নি।’

 

এদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এই অঞ্চলের টিকিট বিক্রির সর্বশেষ তথ্য এখনও পাওয়া যায়নি।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যায়ক্রমে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ মার্চ বিক্রি করা হবে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চের টিকিট।

রেল মন্ত্রণালয় জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে কোনও টিকিট পাওয়া যাবে না। টানা সাত দিন ধরে এই প্রক্রিয়া চলবে।

আরবি/ফিজ

Link copied!