জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে কক্সবাজার গিয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেই সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় যান তিনি।
প্রথমে সেখানকার একটি শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বলেন মহাসচিব।
এ সময় রোহিঙ্গা কমিউনিটির সাথেও তাদের জীবনমান নিয়ে আলোচনায় অংশ নেন তিনি।
এর আগে দুপুর ১২টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তিনি। তার সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিমানবন্দরে পৌঁছালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক-ই-আজম, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
বিমানবন্দর থেকে উখিয়ায় গিয়ে রোহিঙ্গা লার্নিং সেন্টার ও রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব।

এ সময় রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটির সঙ্গে জীবনমান নিয়ে আলোচনায় অংশ নেন।
সাম্প্রতিক রোহিঙ্গাদের খাবার বিল কমানোসহ টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটি নেতারা।
তারা তাদের দুঃখগাঁথাও শোনান জাতিসংঘ মহাসচিবকে। তার কাছে নিজ দেশে ফেরার আকুতিও জানান রোহিঙ্গারা।
জাতিসংঘ মহাসচিবের সফরসূচি অনুযায়ী কক্সবাজারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।
ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরবেন।
আপনার মতামত লিখুন :