জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার গিয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেই তিনি সরাসরি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
পরিদর্শনকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একসঙ্গে দাঁড়িয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। ছবিটি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
ছবিটিতে দেখা যায়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পাশা পাশি হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন।
আন্তোনিও গুতেরেস সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রয়েছেন এবং তার পেছনে ইফতারের জন্য অপেক্ষমাণ রোহিঙ্গা সদস্যরা ।
ডয়েচে ভেলের সাংবাদিক আরাফাতুল ইসলাম তার ফেসবুকের এক পোস্টে প্রশংসা করে লেখেন, ‘সাদা পাঞ্জাবিতে গুতেরেসকে বেশ মানিয়েছে।’
পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেন।
এর আগে, সেখানকার একটি শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মহাসচিব। এ সময় রোহিঙ্গা কমিউনিটির সাথেও তাদের জীবনমান নিয়ে আলোচনা করেন তিনি।
রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটির নেতারা সাম্প্রতিক খাবার বরাদ্দ কমানোসহ টেকসই প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করে বক্তব্য দেন। তারা জাতিসংঘ মহাসচিবকে তাদের দুঃখ-দুর্দশার কথা জানান এবং নিজ দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকায় ফিরে যান।
আপনার মতামত লিখুন :