প্রতি বছরই ঈদে বাড়ি ফেরা মানুষের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। এবার সারা দেশে যানজটের জন্য ১৫৯টি সম্ভাব্য স্থান চিহ্নিত করেছে জননিরাপত্তা বিভাগ। এসব জায়গায় যানজট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ঈদের আগে এবং পরে এসব স্পট বিশেষ মনিটরিংয়ের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে বিদ্যুৎ ভবনে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এক সমন্বয় সভায় এ বিষয়গুলো উঠে এসেছে।
রাজধানীর বাস টার্মিনাল ও স্ট্যান্ডে পকেটমার, চোর, মলম পার্টি নিয়েও আলোচনা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সড়ক পরিবহন উপদেষ্টা রাজধানীর বাস টার্মিনালগুলো সিসিটিভির আওতায় আনার নির্দেশ দেন। এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে একজন করে প্রতিনিধি, বিআরটিএর একজন প্রতিনিধি ও ডিএমপির একজন প্রতিনিধি নিয়ে মোট ৪ জনের একটি কমিটি করে দেওয়া হয়।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়কের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিভাগ থেকে ঢাকা-রংপুর মহাসড়কে আছে সবচেয়ে বেশি ৫৪টি স্পট, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৪৯ স্পট, ঢাকা-সিলেট মহাসড়কে আছে ৪২ স্পট, ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে আছে আটটি গুরুত্বপূর্ণ স্পট এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আছে ছয়টি স্পট চিহ্নিত করা হয়েছে।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৭০০ পুলিশ সদস্য মাঠে থাকবেন। তবে আমরা দেখেছি ৩৮ থেকে ৩৯টি সড়কের অবস্থা খুবই খারাপ। যা দ্রুত মেরামত করা দরকার।
সড়ক উপদেষ্টা বলেন, পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে, সে জন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে, সেগুলো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি টার্মিনালে আমাদের লোকজন থাকবে। ভাড়ার অভিযোগ থাকলে তাদের কাছে জানাতে হবে।
সভায় আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের বিষয়ে সুপারিশ করা হয়। একই সাথে ঈদের আগে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়েও প্রস্তাব দেওয়া হয়।
বিজিএমইএর তরফ থেকে জানানো হয়, গার্মেন্টসের কর্মীরা ঈদের আগেই বেতন-বোনাস পেয়ে যাবেন। ফলে কোনো সমস্যা হবে না। একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :