রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব একটি গভীর সংকটের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যে তিনি এ কথা জানান।
জাতিসংঘ মহাসচিব বলেন, আমি আজ অনেকের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি এবং তাদের সাহস দেখে অনুপ্রাণিত হয়েছি। তাদের দৃঢ়সংকল্প দেখে অনুপ্রাণিত হয়েছি। আন্তোনিও গুতেরেস বলেন, ‘অনেকেই মিয়ানমারে তাদের নির্যাতন এবং এখানে তাদের আসার মর্মান্তিক বিবরণ শুনিয়েছে।
আশ্রিত রোহিঙ্গাদের প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, তারা বাড়ি ফিরে যেতে চায়। মিয়ানমার তাদের মাতৃভূমি। নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণভাবে ফিরে যাওয়াই এই সংকটের প্রাথমিক সমাধান।
কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখে মিয়ানমারের সব পক্ষের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, মিয়ানমারের সব পক্ষের প্রতি আমার বার্তা স্পষ্ট। সর্বোচ্চ সংযম অনুশীলন করুন। আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে অগ্রাধিকার দিন এবং সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার আরও উসকানি রোধ করুন—গণতন্ত্রের শিকড় গজানোর পথ প্রশস্ত করুন।
আপনার মতামত লিখুন :