পাকিস্তান থেকে ২৬,২৫০ টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, এমভি মারিয়াম নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। এটি ৩১ জানুয়ারি স্বাক্ষরিত সরকারি চুক্তির (জিটুজি) আওতায় পাকিস্তান থেকে চাল বহন করেছে।
জাহাজে আনা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে ১৪ মার্চ ভারত ও পাকিস্তান থেকে চালবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এসব জাহাজে মোট ৪৮,৭৫০ টন আতপ ও সিদ্ধ চাল রয়েছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।
তিনি জানান, পাকিস্তানি পতাকাবাহী এমভি মারিয়াম ১১ মার্চ ২৬,২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে এবং শুক্রবার এটি চট্টগ্রাম সাইলো জেটিতে নোঙর করে।
এছাড়া ভারতীয় পতাকাবাহী এমভি তানাইস ড্রিম ১২ মার্চ ২২,৫০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে এবং শুক্রবার কাফকো সংলগ্ন জেটিতে নোঙর করে।
আপনার মতামত লিখুন :