ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের বাবা, যা বললেন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ। রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, “হাইকোর্টের রায়ে আমরা সন্তুষ্ট। এখন আমরা চাই, সব প্রক্রিয়া শেষ করে দ্রুত রায় কার্যকর হোক।”

রোববার (১৬ মার্চ) রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “দ্রুত রায় কার্যকর হলে ভবিষ্যতে আর কোনো বাবা-মায়ের বুক এভাবে খালি হবে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিংয়ের মতো বিষয় আছে, সেগুলোর পরিবর্তন চাই। যেন ছাত্ররা নিরাপদে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে।” এসময় আবরার ফাহাদের স্মৃতির কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।

এছাড়া, আবরার ফাহাদের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে যে পুরস্কার দেওয়া হয়েছে, তাতে আমরা কৃতজ্ঞ। আমরা এই পুরস্কারে গর্বিত।”

আবরারের ভাই আবরার ফাইয়াজও রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন, তবে তিনি কারাগার থেকে মূল আসামিদের একজনের পালিয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, রোববার (১৬ মার্চ) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির সাজা বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। এছাড়া, ৫ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখা হয়েছে।