তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ৬০০ কর্মকর্তা-কর্মচারীর কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৩:৪৬ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ৬০০ কর্মকর্তা-কর্মচারীর কর্মবিরতি

ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী বার্ষিক গোপনীয় অনুবেদন (ACR) ও বাতিলকৃত পদনাম পুনর্বহালের দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছেন। কর্মসূচিতে অংশ নিয়েছেন অধিদপ্তরের প্রায় ৬০০ কর্মকর্তা-কর্মচারী।

রোববার (১৬ মার্চ) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে কর্মবিরতির ঘোষণা দিয়ে সেমিনার রুমে অবস্থান নেন তারা।

কর্মবিরতি চলাকালে তারা দাবি করেন, গত ১১ আগস্ট জারিকৃত অফিস আদেশ অবিলম্বে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি, জেলা ও উপজেলা কার্যালয়গুলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোর আওতায় আনতে হবে। এছাড়া, বিগত সরকারের মদদপুষ্ট কর্মকর্তাদের দ্রুত আইসিটি অধিদপ্তর ও বিভাগ থেকে প্রত্যাহার করার দাবি জানান তারা।

এছাড়া, প্রস্তাবিত অর্গানোগ্রাম এবং নিয়োগবিধিমালা দ্রুত কার্যকর করার আহ্বান জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে তারা কাজে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

আরবি/একে

Link copied!