জাতীয় নির্বাচনে প্রশিক্ষণ ও অর্থসহায়তা দিতে আগ্রহী ইইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৪:১১ পিএম

জাতীয় নির্বাচনে প্রশিক্ষণ ও অর্থসহায়তা দিতে আগ্রহী ইইউ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্ট ও স্থানীয় পর্যবেক্ষকদের (লোকাল অবজারভার) প্রশিক্ষণসহ অর্থসহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার রোববার (১৬ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান।

সাক্ষাৎ শেষে সিইসি বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।’ বৈঠকে দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয়ে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। সেখানে পোলিং এজেন্টদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

দেশের নির্বাচনের কেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি ঠেকানোর অভিযোগ বহুদিনের। অতীতের নির্বাচন কমিশনগুলো এজেন্টদের কেন্দ্রে থাকার বিষয়টি নিশ্চিত করার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। অনেক ক্ষেত্রে প্রার্থীদের এজেন্টরাও তাদের দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না।

এ বিষয়ে, বিগত নির্বাচনগুলোর সাথে বর্তমান কমিশনকে তুলনা না করার পরামর্শ দেন সিইসি।

এদিকে, বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এটি তার কমিশনের সঙ্গে দ্বিতীয় বৈঠক।
 

আরবি/একে

Link copied!