ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফায়াজ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম রোববার (১৬ মার্চ) দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে অর্থ লুটপাট, দরপত্র নিয়ে বাণিজ্য, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে ফজলে করিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দুদক বিষয়টি অনুসন্ধান করছে। এ অবস্থায় তার দুই ছেলে দেশ ছেড়ে পালাতে পারেন বলে আশঙ্কা করছে দুদক।

উল্লেখ্য, ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। তিনি গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হন।