আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ১৪ মার্চ থেকে শুরু হওয়া এই টিকিট বিক্রি ধারাবাহিকভাবে চলছে। সেই ধারাবাহিকতায় আগামী ২৭ মার্চের যাত্রার জন্য আজ ১৭ মার্চ, সকাল ৮টা থেকে শুরু হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৭ মার্চ সারা দেশে ভ্রমণের জন্য অগ্রিম টিকিট কাটতে আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ১ কোটি ৫০ লাখ হিট বা টিকিট কাটার চেষ্টা করা হয়েছে।
রেলওয়ের তথ্য বলছে, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে আগামী ২৭ মার্চ ট্রেনে যাতায়াতের জন্য ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর আসন সংখ্যা ৩৩ হাজার ১৯৯টি। সারা দেশে এই আসন ১ লাখ ৭৩ হাজার ২৭৯টি।
সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ৭ হাজার ৯৫৭টি, সারা দেশের ১০ হাজার ৫৩৯টি। সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রার ১৩ হাজার ৩৫৩টি এবং সারা দেশের ১৭ হাজার ৪৮১টি টিকিট বিক্রি হয়েছে।
এসব টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম আধা ঘণ্টায় টিকিট কিনতে দেড় কোটি হিট পড়ে বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে।
এবারের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেখানে ৭ দিনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করা যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে। ঈদযাত্রার জন্য স্ট্যান্ডিং টিকিটও নির্দিষ্ট স্টেশন থেকে পাওয়া যাবে।