ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন যাতায়াত ফ্রি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা হওয়া এম ভি বোগদাদীয়া-৮ লঞ্চে সাদিয়া আক্তার নামের এক যাত্রী একটি কন্যাশিশু জন্ম দিয়েছেন।

এই খুশিতে লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন আনন্দে শিশুটির জন্যে আজীবন ওই লঞ্চে যাতায়াত ফ্রি ঘোষণা দিয়েছেন।

এটি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ওই লঞ্চের কেরানি মো. দীপু ।

এ বিষয়ে দীপু জানান, রোববার (১৬ মার্চ) বিকেল ৫টায় এম ভি বোগদাদীয়া-৮ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকা সদর ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।

পরে সন্ধ্যার কাছাকাছি সময়ে লঞ্চটি ঢাকায় পৌঁছালে ওই লঞ্চের নিচতলায় একটি চেয়ারে বসে থাকা সাদিয়া আক্তার নামে এক গর্ভবতী নারীর প্রসব ব্যথা ওঠে।

দীপু বলেন, এ সময় আমরা তাকে ২০১ নাম্বার কেবিনে নিয়ে যাই। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটের সে রুমে তিনি একটি কন্যাসন্তান জন্ম দেন। এই খুশিতে লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন আনন্দিত হয়ে শিশুটির জন্যে আজীবন ওই লঞ্চে যাতায়াত ফ্রি ঘোষণা দেন।

সাদিয়া আক্তারের সঙ্গে আসা তার চাচি শাশুড়ি মৌসুমি বেগম জানান, আমাদের বাড়ি হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে। আমার ভাতিজা দিনমজুর জহির খানের স্ত্রী সাদিয়ার প্রসব ব্যথা উঠলে তাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার কথা বলা হলে তারা সাদিয়াকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

কিন্তু সেখানকার ডিউটিরত ডাক্তার তার অবস্থা দেখে জানান, চাঁদপুরে শিশু বাচ্চার আইসিওর ব্যবস্থা নেই। এ জন্য তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন। পরে বিকেল ৫টার লঞ্চে ঢাকায় রওনা হই।

কিন্তু ভাগ্যক্রমে তার লঞ্চের ভেতরই প্রসব ব্যথা উঠলে সেখানেই স্বাভাবিক বাচ্চা প্রসব করেন। পরে রাতে ঢাকায় নেমে একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে পুনরায় রাত ১২টার লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুরের হাইমচরে চলে আসি। এখন নবজাতক বাচ্চা ও মা দুজনই সুস্থ আছেন।