বাংলাদেশ বিশ্বমঞ্চের খেলোয়াড়, শুধুমাত্র ছোট পরিসরের নয়। স্বপ্ন ও সাধনার বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধভাবে খেলোয়াড়ের ভূমিকা নিতে হবে। টিমওয়ার্ক অত্যন্ত জরুরি, এবং বাংলাদেশে যতগুলো দল রয়েছে, তার মধ্যে পুলিশের ভূমিকা অন্যতম গুরুত্বপূর্ণ।
সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিশ্বমঞ্চের খেলোয়াড়, ছোট গণ্ডির নয়। বাংলাদেশ একটি অপূর্ব দেশ, যেখানে আমরা বিশ্বমঞ্চে খেলতে পারি। আমাদের দেখে মানুষ হাততালি দেয়, বলে— ‘বাংলাদেশ নেমেছে এবার।’ এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, এবং আমরা তা পারি। আমাদের সেই সুযোগ রয়েছে, এবং বারবার সে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি।
নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করার প্রয়োজন নেই। আমরা নতুনের জন্য প্রস্তুত এবং তা প্রমাণ করব। এটি মুখে বলার বিষয় নয়, কাজে প্রমাণ করতে হবে। আমাদের পুলিশ বাহিনী এমনভাবে কাজ করবে, যাতে সবাই বাহবা দেয়। মানুষ বলবে— ‘আপনারা সত্যিই একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা কখনো ভাবিনি পুলিশের হাত দিয়ে এমন কাজ সম্ভব।’
তিনি আরও বলেন, সাধারণত মানুষের মনে পুলিশের সম্পর্কে নেতিবাচক ধারণা থাকে। তারা ধরে নেয়, পুলিশ আগে খারাপটাই করে। কিন্তু আমরা তা বদলাব। আমরা ভালোটা আগে দেখাব, ভালোটা আগে করব। আমাদের পুরো বাহিনী একসঙ্গে কাজ করবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি বাহিনী কেবল কাঠামো নয়, এটি শক্তির একটি প্রতীক। যদি আমরা সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাই, তাহলে বড় পরিবর্তন আনা সম্ভব। আমাদের এখন আলোচনা করতে হবে— কী করলে আরও ভালো হবে। এটি এককভাবে উপদেষ্টার নির্দেশে করা সম্ভব নয়; বরং এটি সবাই মিলে টিম হিসেবে খেলতে হবে। বাংলাদেশে যত দল রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হলো পুলিশ বাহিনী।
আপনার মতামত লিখুন :