ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

তাজা ফল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত

কমলা, আপেল, আঙুর, নাশপাতি ও লেবুসহ বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে সরকার শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। 
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (১৭ মার্চ) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে এবং এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে। পাশাপাশি ৫ শতাংশ আগাম করও পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে।

এর আগে ১০ মার্চ একটি পৃথক প্রজ্ঞাপনে ফল আমদানির অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। এ পর্যন্ত ফল আমদানিতে শুল্ক ও করের পরিমাণ ২৫ শতাংশ কমানো হলো।

এছাড় যে সকল ফলের ওপর শুল্ক কমানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে তাজা বা শুকনা কমলালেবু, তাজা বা শুকনা লেবু, তাজা বা শুকনা আঙুর, তাজা আপেল ও নাশপাতি।

সরকার হজযাত্রীদের জন্যও কিছু সহায়তা প্রদান করেছে। হজ টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, যাতে হজযাত্রীদের খরচ কমে। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, এসব সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে।