ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ঈদযাত্রা: ২৯ মার্চের টিকিট বিক্রি শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৮:১৬ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৯ মার্চ ঈদযাত্রা করতে বুধবার (১৮ মার্চ) টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা।

বুধবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। অনলাইনে টিকিটগুলো বিক্রি শুরু হয়।

এর আগে, গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ বিক্রি করা হবে। এছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট মিলবে ২০ মার্চ।