এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় অনবদ্য অভিনয়ের বাইরে ফ্যাশন, স্টাইল কিংবা সৌন্দর্যের দিক থেকেও বেশ এগিয়ে তিনি। বরাবরই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে মেলে ধরেন তিনি। সেই রূপ-বৈচিত্র্য এবার অনেক বড় সম্মাননা এনে দিল এ অভিনেত্রীকে।
গত সোমবার কলকাতার টালিগঞ্জে প্রথমবারের মতো বসেছিল চলচ্চিত্র জগতের স্টাইলিস্ট-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। এই আসরে অন্য সবার মধ্য থেকে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ লাভ করেন লাস্যময়ী সুন্দরী এ অভিনেত্রী।
.jpg)
ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। জয়া আহসান তাদের মধ্যে অন্যতম। এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান।
প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শোর আয়োজন করা হয়। আর সেখানেই তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর খবরটি তিনি নিজেই জানিয়েছেন।
তারকা জয়া আহসান তার পুরস্কারপ্রাপ্তির এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন। অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি আমি। ফিল্মফেয়ার সবসময় বিশেষ অনুভূতি দিয়েছে আমাকে। এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’
.jpg)
এরপর যোগাযোগ করা হলে দৈনিক রূপালী বাংলাদেশকে নন্দিত এই অভিনেত্রী বলেন, ‘আমার দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এই অ্যাওয়ার্ডটি প্রথমবার অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারেরই পুরস্কৃত হয়ে সত্যি ভীষণ ভালো লাগছে।
আর যারা এতে মনোনয়ন পেয়েছে তাদের সবার প্রতি রইল অনেক শুভ কামনা। আমাদের বাংলাদেশ থেকে কেউ পেলে ভীষণ ভালো লাগবে। আমি মোশাররফ করিমের পুরস্কার পাওয়ার খুব প্রত্যাশা করছি।’
বিভিন্ন অ্যাওয়ার্ড শো মানেই জয়ার সাজ, পোশাকে নতুনত্ব। বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে জয়া হয়ে ওঠেন আবেদনময়ী। বলা দরকার, জয়া এর আগে অভিনয়ের জন্য একাধিক ফিল্মফেয়ার জিতেছেন।
উল্লেখ্য, বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য মর্যাদাকর পুরস্কারের আসর ফিল্মফেয়ার। আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। সেখানে কাজের সুবাদে এবারের আসরে মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।