জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন "নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়" এর ২০২৫-২০২৬ কার্যনির্বাহী পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সংগঠনের উপদেষ্টাগণের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।
একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহাদুল ইসলাম নোবেলকে সভাপতি এবং একই ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান রূপককে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি নোবেল জানান, ছাত্রকল্যাণকে সুসংগঠিত করে এল্যামনাই এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবো। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নবীনবরণ, শিক্ষাসফর, ক্যারিয়ারমুখী ওর্য়াকশপ ও বৃত্তি কর্মসূচী চালু করাবো।
বর্তমানে দেশের সবচেয়ে ধনী জেলার শিক্ষার্থী হিসেবে দেশের যেকোনো ক্লান্তিলগ্নে কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক রূপক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সংগঠনকে একটি স্মার্ট জেলা ছাত্র কল্যাণে রূপান্তর করবো।
সকল সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রেখে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবো। সর্বোপরি ছাত্রদের কল্যাণে কাজ করবে এই সংগঠনটি।