ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

‘জ্বলুক চুলা সব পাড়া মহল্লায়, ক্ষুধার্ত না থাকুক একটাও মানুষ’

সাইফুল ইসলাম
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ১০:৩৪ পিএম
ইফতার বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। ছবি : রূপালী বাংলাদেশ

করোনায় যখন থেমে গিয়েছিল পুরো বিশ্ব তখনই জেগে উঠেছিল মানবতার সেবায় নিয়োজিত একদল সেচ্ছাসেবী তরুণ।

যাদের অক্লান্ত পরিশ্রমে ‘জ্বলুক চুলা সব পাড়া মহল্লায়, ক্ষুধার্ত না থাকুক একটাও মানুষ’ স্লোগান নিয়ে গড়ে উঠেছিলো টিম বিগ ইফতার নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

সংগঠকের উদ্যোক্তার ভূমিকায় ছিলেন ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফেরা ইলিয়াস রুবেল। পেশায় তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তবে শুধু নিজের পেশাগত সাফল্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। দেশে ফিরে নিজের প্রতিষ্ঠানের পাশাপাশি শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা।  

মাত্র ৫ টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নেন কিন্তু এরপরই শুরু হয় করোনা মহামারী। যখন পুরো দেশ থমকে গিয়েছিল, মানুষের আয় বন্ধ হয়ে গিয়েছিল, তখন অসহায়দের পাশে দাঁড়ানোর সংকল্প নেন তিনি। রমজান মাসে প্রতিদিন খিচুড়ি বিলি করার মাধ্যমে যাত্রা শুরু হয় "বিগ ইফতার" এর। প্রথমে ছোট পরিসরে এই উদ্যোগ নিলেও সময়ের সাথে সাথে এটি বৃহৎ পরিসরে রূপ নেয়। 

আজ বিগ ইফতার শুধু একটি ছোট উদ্যোগ নয়, এটি এক মানবিক বিপ্লবের নাম। বর্তমানে ১০০ এর অধিক স্বেচ্ছাসেবক নিয়ে টিম বিগ ইফতার প্রতিদিন ৫টি ভিন্ন স্থানে প্রায় ১৫০০ এর বেশি মানুষের মাঝে ইফতার বিতরণ করে।

গাবতলীর কোর্টবাড়ি, গাবতলী বাস টার্মিনাল, বাগবাড়ির চারআনি পাড়া, কেরানিগঞ্জ, বাঘবাড়ি ক্লাব মসজিদে বুফে স্টাইলে ইফতারির আয়োজন থাকে। যেখানে থাকে— ছোলা, মুড়ি, জিলাপি, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, খেচুর, তরমুজ। মহল্লার অসহায় গরিব মানুষও সাদরে গ্রহণ করেন তাদের আয়োজন।

টিম বিগ ইফতারে বর্তমানে ১০০ জন সেচ্ছাসেবক কাজ করে, কাজ করা প্রতিটি সেচ্ছাসেবক এই কার্যক্রমকে উপভোগ করছেন বেশ আনন্দের সাথেই। তাদের এই পুরো উদ্যোগই চলে নিজেদের অর্থায়নে।

দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই। তারই ধারাবাহিকতায় টিম বিগ ইফতার চালু করে হাজি মামলত মোল্লাহ পাঠাগার।

ধর্মীয় এবং দুনিয়াবী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বিগ ইফতার এর এই উদ্যোগে রয়েছে— বয়স্ক মক্তব, ছোটদের মক্তব, সুবিধা বঞ্চিতদের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বৃত্তি, গল্প, ছড়া , উপন্যাস ও ইসলামিক বই।

ভবিষ্যত পরিকল্পনা বলতে একটি মানুষও ক্ষুধার্ত না থাকুক এ লক্ষে ‘জ্বলুক চুলা সব পাড়া মহল্লায়, ক্ষুধার্ত না থাকুক একটাও মানুষ’ স্লোগানে দেশ ব্যাপি কাজ করতে চায় টিম বিগ ইফতার।