ইজতেমা ময়দানে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:৫৭ পিএম

ইজতেমা ময়দানে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাদপন্থি ও জুবায়েরপন্থি সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই।

সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি। তারা দুই পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে, তাহলে সাদপন্থিরা ইজতেমায় অংশ নিতে পারবেন। তারা আলোচনা করুক।’

আরবি/জেআই

Link copied!