গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর ১৩ কার্যদিবসে ৪০০ গুমের অভিযোগ পাওয়া গেছে। এ কথা জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে কমিশনের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মইনুল ইসলাম জানান, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিসিসির বিরুদ্ধে। এরই মধ্যে ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ এবং ডিবি ও সিটিটিসির ইন্টারোগেশন সেল পরিদর্শন করেছে কমিশন। ডিজিএফআইয়ের ২০ থেকে ২২টি সেল রয়েছে বলে উঠে এসেছে তদন্তে।
মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘আয়না ঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, এটা ডিজিএফআইয়ের যে কম্পাউন্ড তার মধ্যে আছে। এটা দোতলা একটি ভবন। নীচ তলায় সেল আছে প্রায় ২০ থেকে ২২টা। ওপরের তলাতেও কিছু রুম আছে সেগুলোতে র্যাব আর সিটিটিসি কাজ করত। তখন করত। এখন তো ভ্যাকেন্ট।’
তদন্ত কমিশনের প্রধান আরও জানান, গুমে শিকার ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে ডিজিএফআইয়ের সেলের মিল পাওয়া গেছে। শুধু তাই নয়, সংস্থাটি তাদের সেলের কিছুটা পরিবর্তন ও আলামত নষ্ট করেছে বলে দাবি তার।
শেষে নিরপেক্ষ তদন্তে এ কমিশনে কারো হস্তক্ষেপ গ্রাহ্য করা হবে না বলেও জানান মইনুল ইসলাম।
আপনার মতামত লিখুন :