শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ান ভিসা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০২:৫৫ পিএম

ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ান ভিসা

ছবি- রূপালী বাংলাদেশ

এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকেই ভিসা নিতে পারবে বাংলাদেশিরা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান।

এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

পূর্বে, বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি ভিসা অফিস থেকে প্রসেস করতো অস্ট্রেলিয়া। তবে, এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এ কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন।

আরবি/এসএম

Link copied!