ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ঈদের আগে চার দলের সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন ঈদের আগে অন্তত চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনস্থ জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এক বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক আলী রীয়াজ জানান, রাজনৈতিক সংস্কার ও জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা হচ্ছে। ঈদের আগে চারটি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে এবং ঈদ ছুটির পর পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনা হবে।

তিনি আরও জানান, বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ইতোমধ্যে ৩৮টি দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬টি দল তাদের মতামত জমা দিয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশীয় কর্মসূচির পরিচালক পিয়েরে প্রকাশ এবং প্রতিষ্ঠানটির মিয়ানমার ও বাংলাদেশবিষয়ক সিনিয়র কনসালট্যান্ট টমাস কিন।

জাতীয় ঐকমত্য কমিশনের এই উদ্যোগকে রাজনৈতিক মহল ইতিবাচকভাবে দেখছে। বিশেষজ্ঞদের মতে, এই সংলাপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।