চীনে যেভাবে ইফতার করেন অন্য দেশের মুসলমানরা...

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৭:১৭ পিএম

চীনে যেভাবে ইফতার করেন অন্য দেশের মুসলমানরা...

ছবি: সংগৃহীত

মাগরিবের আজানের সুরেলা ধ্বনি। মুয়াজ্জিনের কন্ঠে রোজদারদের ইফতার ভাঙ্গার আমন্ত্রণ। চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর টিয়ানফু স্কয়ারের সানজাং মসজিদের আজান  যেন মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধের আহ্বান।

চলছে ইসলামের সবচেয়ে পবিত্র মাস রমজান। পুরো মাসজুড়ে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসলিমরা। চীনে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা তুলনামূলক কম।

তবে রমজানকে কেন্দ্র করে প্রদেশ ভিত্তিক ইফতার আয়োজনে দেখা গেলো নানান বৈচিত্র্য। ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইফতার করেন একসাথে।

যাতে যোগ দেন বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীরাও। পরিবার থেকে দূরে থাকলেও নিজেরাই একটি পরিবার হয়ে সেহরি ও ইফতারের মাধ্যমে তারা সিয়াম পালন করেন।

সরেজমিন দেখা গেছে, ভেতরে সুবিন্যস্ত টেবিলে রোজদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। মোনাজাত করে রোজা ভাঙেন মুসল্লিরা। প্রথম ধাপে কেবল খেজুর, চা এবং এক প্রকার স্যুপ। সারাদিন রোজা রেখে এভাবেই ইফাতারের শুরু।

এরপরে নামাজে অংশ নেন সকলেই। পুরুষের পাশাপাশি এখানে নামাজের জন্য ব্যবস্থা আছে মহিলাদের জন্যও।

মুসুল্লিদের নামাজের পরে শুরু হয় ইফতারের দ্বিতীয় পর্ব। সেখানে মুরগি ও গরুর মাংসের পাশাপাশি নুডুলসসহ মসজিদ থেকে নানা পশরা পরিবেশন করা হয়। মসজিদের ইফতারে চীনা মুসলিম নাগরিকদের সাথে যোগ দেন বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ অন্য দেশের মুসলমানরাও।

চেংদুতে উচ্চশিক্ষা গ্রহণে অবস্থিত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য এমন ইফতারের অভিজ্ঞতা বিরল। তবে এই প্রদেশের চীনা নাগরিকদের সহযোগিতা ও মুস্লিম সম্প্রদায়ের এমন একত্রিত হওয়া বিরল বলছেন শিক্ষার্থীরা।

ইফতারের পর আবারও এশার নামাজের জন্য ব্যস্ততা বাড়ে মুসুল্লিদের।

আরবি/এস

Link copied!