ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কাঁপল বায়তুল মোকাররম

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৩:৫৭ পিএম

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কাঁপল বায়তুল মোকাররম

রাজধানী বায়তুল মোকাররম মসজিদ এলাকায় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে- ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার পর সাধারণ মুসল্লি ও খেলাফত মজলিস এবং হেফাজত ইসলাম বাংলাদেশের পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। 

 

এসব মিছিলে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার–ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন বিক্ষোভকারীরা।

তারা ইসরায়েলকে নিষিদ্ধ এবং নেতানিয়াহুর বিচার দাবি করেন।

এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ওই এলাকা।

এদিকে বায়তুল মোকাররম মসজিদ ও তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসময় সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা গেছে। তবে কোনও ধরণের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

 

এদিন জুমার নামাজের পর ঢাকার বিভিন্ন এলাকায়ও ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।

দুপুরে রাজধানীজুড়েই মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও সেনাবাহিনী টহল দিতে দেখা গেছে।

আরবি/ফিজ

Link copied!