হজ ও ওমরাহ যাত্রীদের ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ করা হচ্ছে। এখন থেকে যাত্রীর পাসপোর্ট নম্বর ব্যবহার করেই টিকিট বুকিং করতে হবে।
শুক্রবার (২১ মার্চ) কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও জানান, নতুন নীতিমালা অনুযায়ী, তিন দিনের মধ্যে বিমানের টিকিট ইস্যু না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
তিনি বলেন, ‘গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ বা তিনগুণ দাম বাড়ানোর সুযোগ আর থাকবে না।’
এ সময় তিনি কক্সবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, নতুন মডেল মসজিদ ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে।
কক্সবাজার জেলা মডেল মসজিদ সম্পর্কে তিনি জানান, এখানে একসঙ্গে ১,১০০ পুরুষ নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। এছাড়া মসজিদে গাড়ি পার্কিং, মৃতদেহ গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার ও ইমাম প্রশিক্ষণের সুযোগ থাকবে।
উল্লেখ্য, সরকার সারা দেশে ৯,৫০০ কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে, যার মধ্যে ইতোমধ্যে সাড়ে ৩০০ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।