নতুন বাংলাদেশের সম্ভাবনাকে পথভ্রষ্ট হতে দেওয়া যাবে না: উপদেষ্টা আদিলুর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৪:২৭ পিএম

নতুন বাংলাদেশের সম্ভাবনাকে পথভ্রষ্ট হতে দেওয়া যাবে না: উপদেষ্টা আদিলুর

ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, "তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে তা আর কখনও পথভ্রষ্ট হতে দেওয়া যাবে না।" 

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে "গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ, জাতীয় স্বার্থ ও ঐক্যের পথরেখা" শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

আলোচনা সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, "বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে ঠিক করবে নির্বাচনের আগে এবং পরে কী কী সংস্কার প্রয়োজন। এটি রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।" 

তিনি জাতির ভবিষ্যৎ উন্নয়ন এবং ঐক্যের জন্য রাজনৈতিক সংস্কারের গুরুত্বও তুলে ধরেন।

এছাড়া, এনসিপির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি না সে বিষয়ে সবার মধ্যে একমত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তার মতে, নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক সংস্কৃতিতে বৈশ্বিক মান অনুসরণ করা অত্যন্ত জরুরি। যাতে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং সুশাসন বজায় থাকে।

সভায় বক্তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় স্বার্থ এবং ঐক্যের প্রশ্নে নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন, যাতে একটি শক্তিশালী, সুশাসিত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।

আরবি/শিতি

Link copied!