কেরানীগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৮:৫৯ পিএম

কেরানীগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে (৩৫) প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৭টায় হত্যার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

নিহত যুবক হলেন, ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাট্যা উত্তর পাড়া (গোলামবাজার) এলাকার মীর হাবিবুর রহমানের ছেলে মীর জুবায়ের (৩৫)। তিনি গোলাম বাজার এলাকায় ইট-বালুর ব্যবসা করতেন।

এ বিষয়ে নিহতের বড় ভাই মীর সফর (৪২) রুপালী বাংলাদেশকে বলেন, ইট-বালু ব্যাবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী মোল্লা ফারুক তার ব্যাবসায়ীক আধিপত্য বিস্তার করতে জুবায়েরকে ব্যবসা ছেড়ে দিতে বেশ কয়েকদিন ধরে একাধিকবার হুমকি দিয়ে আসছিল।

আজ দুপুর ১টায় আমার ছোট ভাই মীর জুবায়ের আমাকে মুঠোফোনে কল দিয়ে তার দোকানে আসতে বলে, সে সময় আমি গোলাম বাজারে ওর দোকানে যায়। 

আমার উপস্থিতির কিছুক্ষণ পর হঠাৎ করেই মোল্লা ফারুক ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে জুবায়েরের অফিসের সামনেই ওর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার এক পর্যায়ে জুবায়েরকে গুলি করে হত্যা করে ওই সন্ত্রাসীরা।  

সন্ত্রাসীরা ঘটনা স্থলে মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত ওর ওপর বর্বরতা চালায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর ওকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার জানান, জুবায়ের নামের এক যুবককে হত্যা করা হয়েছে এটা সত্যি। তবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে কিনা? 
খুব শীগ্রই জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরবি/আবু

Link copied!