ঢাকা সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলে নির্দেশনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১১:৫৮ এএম
প্রতীকি ছবি

ঈদ উপলক্ষে আগামী ২৫ মার্চ থেকে চার দিন এবং ঈদের পরে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান বন্ধ থাকবে। তবে এ সময় নিত্যপণ্যবাহী যান চলাচল করতে পারবে বলে  জানিয়েছে  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিনের স্বাক্ষরিত সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে।