জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১৫১টি বিষয়ে একমত হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তবে ৫টি সুপারিশে তাদের আপত্তি রয়েছে এবং বাকী ১০টি সুপারিশে আংশিক সমর্থন প্রদান করেছে।
রোববার (২৩ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত বৈঠক শেষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম জানান, বৈঠকে তারা সংবিধানে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটির পরিবর্তে ভিন্ন নামে রাখার সুপারিশ করেছেন। এছাড়া, সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট করার প্রস্তাবও দিয়েছেন তারা।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে অথবা একসাথে সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং এর বাস্তবায়নের দায়িত্ব যেন নির্বাচিত সরকারের হাতে না যায়, এমন দাবি জানান। এছাড়া, প্রাদেশিক ব্যবস্থার পরিবর্তে পুরাতন ১৯টি জেলাকে জেলা সরকার করার সুপারিশও তাদের পক্ষ থেকে করা হয়েছে।
এই বৈঠকে তারা ঐকমত্য কমিশনের এনসিসি কাঠামোতে সমর্থন জানিয়েছেন, যা দেশের রাজনীতির সামগ্রিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।