দেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৯ এপ্রিল স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার তথ্য দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
রোববার (২৩মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, ‘আগামী ৯ এপ্রিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের কাভারেজের আওতায় থাকবে।’
আশিক চৌধুরী বলেন, ‘আমরা অনেকগুলো সংস্থা স্টারলিংকের সঙ্গে কাজ করছি। আমরা ডেমো ডে হিসেব ৯ এপ্রিল স্টারলিংক ব্যবহার করব।’
‘সুতরাং বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান যেটা, সেটা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করব। দিনটি আমাদের জন্য টেস্ট ডে বা ডেমো ডে হবে।’
বিনিয়োগ সম্মেলনে স্পেসএক্স প্রধান ইলন মাস্ক আসছেন কিনা, এমন প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, ‘তিনি এলে ইতোমধ্যে সবাই জেনে যেতেন। এখন পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।’
‘৯০ দিনের মধ্যে পুরোপুরি আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পুরো মাত্রায় যখন চালু হবে, তখন মাস্ককে আনার চেষ্টা করবে সরকার।’
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্যে আগামী ৭ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। দুদিন আগে শুরু হলেও ৯ এপ্রিল সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আশিক চৌধুরী বলেন, ‘আমরা মূলত পাঁচটি প্রধান খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরব। নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, পোশাক ও টেক্সটাইল, স্বাস্থ্যসেবা ও ফার্মা এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ। প্রতিটি বিষয় আলাদা সেশনে আলোচনা করা হবে, যেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।’
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :