ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

রেলের ঈদযাত্রা শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনযাত্রা। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

 

সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস যাত্রা শুরু করে। এই ট্রেনের মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রার সূচনা হলো।

এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী অন্যান্য ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে। আজ যাত্রা করা যাত্রীদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল ১৪ মার্চ। যা ২০ মার্চ পর্যন্ত চলেছিল।

বিনা টিকিটের যাত্রীদের প্রতিরোধে দেশের বিভিন্ন স্টেশনে যেমন কমলাপুর, বিমানবন্দর, এবং জয়দেবপুরে স্থানীয় পুলিশ ও র‍্যাবের সহায়তায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, ঈদ এখনো  কিছুদিন বাকি থাকলেও রাজধানীর অনেকেই আগেভাগে বাড়ির পথে রওনা দিয়েছেন যাতে কোনো ধরনের ভোগান্তির সম্মুখীন না হতে হয়।

 ট্রেনে পরিবারের সঙ্গে ভ্রমণের আনন্দও অনুভব করছেন তারা।