ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

পাওয়া যাচ্ছে ট্রেনের ফিরতি টিকিট

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১০:৪২ এএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে।

ঈদযাত্রার অগ্রিম ফিরতি টিকিট সোমবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু করেছে। ফিরতি টিকিট পাওয়া যাচ্ছে শুধু অনলাইনে।

যাত্রীদের সুবিধার্থে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ যারা টিকিট ক্রয় করবেন, তারা আগামী ৩ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।

টিকিট বিক্রির তারিখের তালিকা অনুযায়ী:

৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ পাওয়া যাবে।

এর আগে, রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছিল।

চাঁদ দেখা সাপেক্ষে, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদ যাত্রার সব টিকিট অনলাইনে ক্রয় করতে হবে।

এছাড়া, দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (ডে-অফ) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না, তবে ঈদের পর সাপ্তাহিক ছুটি পুনরায় কার্যকর হবে।