কিশোরগঞ্জের কটিয়াদীতে সংঘাত সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জরিত থাকার অভিযোগে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি।
সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলামের অনুমতিক্রমে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি বার্তা প্রেরণ করেন।
আপনার মতামত লিখুন :