ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রকাশিত এক প্রতিবেদনের উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রতিবাদ লিপিতে এ উদ্বেগের কথা জানানো হয়। তাতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের গণতন্ত্র ও শান্তির পক্ষে কাজ করে যাবে।

আইএসপিআরের প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ইন্ডিয়া টুডে ‘বাংলাদেশ সেনাবাহিনী অনঃবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূনের বিরুদ্ধে অভুত্থানের সম্ভাবনা নিয়ে জরুরি বৈঠক করেছে’ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, ‘প্রতিবেদনটি কোন স্বীকৃত উৎস বা প্রমাণযোগ্য তথ্য ছাড়া লেখা হয়েছে, এবং এতে অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে যে দাবি করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। এটি গভীরভাবে উদ্বেগজনক যে, ইন্ডিয়া টুডে তথ্য যাচাই ছাড়া এবং সাংবাদিকতার মৌলিক নীতির প্রতি শ্রদ্ধা না রেখে এমন ভিত্তিহীন গুজব ছড়ানোর চেষ্টা করছে।’

আইএসপিআর বলছে, ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এর আগেও মিথ্য তথ্য প্রকাশ করেছে। এছাড়া ইন্ডিয়া টুডের এধরনের সম্পাদনা নীতির সমালোচনাও করে আইএসপিআর।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের গণতন্ত্র ও শান্তির পক্ষে কাজ করে যাবে। আমরা সকল সংবাদমাধ্যমকে, বিশেষ করে ইন্ডিয়া টুডে-কে আহ্বান জানাচ্ছি যে তারা দায়িত্বশীল সাংবাদিকতা অনুশীলন করুক এবং ভিত্তিহীন ও ক্ষতিকর অভিযোগ প্রকাশ করা থেকে বিরত থাকুক, যা দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন এবং অবিশ্বাস সৃষ্টি করতে পারে ‘