বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আদমদীঘিতে উপজেলা চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৫:০৪ পিএম

আদমদীঘিতে উপজেলা চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে আওয়ামী লীগ কর্মী শহিদুুল্লাহ আল মেহেদী আপন (৩৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার শিবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল্লাহ আল মেহেদী আপন আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর ছেলে।

এ মামলায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ১০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে।

এ সময় বিএনপি অফিসের দরজা-জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদি হয়ে একই সালের ২৫ আগস্ট রাতে ১২৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০ জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় গত সোমবার রাতে আওয়ামী লীগ কর্মী শহিদুল্লাহ আল মেহেদী আপনকে গ্রেপ্তার করে পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গ্রেপ্তারকৃত শহিদুুল্লাহ আল মেহেদী আপনকে আদালতে পাঠানো হয়েছে।

আরবি/আবু

Link copied!