বুধবার, ২৬ মার্চ, ২০২৫

অতিরিক্ত চার্জ ছাড়াই ২০ লাখ বাস টিকেট দিচ্ছে বিডিটিকেটস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৫:৫৭ পিএম

অতিরিক্ত চার্জ ছাড়াই ২০ লাখ বাস টিকেট দিচ্ছে বিডিটিকেটস

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদকে ঘিরে অনলাইন টিকেটিং প্লাটফর্ম বিডিটিকেটস স্পেশাল বাস টিকেট অফার দিচ্ছে। বিডিটিকেটস বলছে, যাত্রীদের ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে বাড়তি কোনো চার্জ নেওয়া ছাড়াই ২০ লাখের বেশি টিকেট বিক্রি করবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিডিটিকেটস প্ল্যাটফর্মের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ভেঞ্চারস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মাহবুব হাসান।

 

বিডিটিকেটস জানায়, ঈদের স্পেশাল অফারে বিডিটিকেটসে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-সিলেট, ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনাসহ সব রুটের বাস টিকেট অতিরিক্ত কোনো চার্জ ছাড়া শুধুমাত্র নির্ধারিত ভাড়ায় পাওয়া যাচ্ছে। কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া দেশের যে কোনো প্রান্তে ঘরে বসেই মিলছে এই টিকেট কাটার সুযোগ।

দিনে হোক বা রাতে অনলাইনে বিডিটিকেটসের প্লাটফর্মে  কয়েক মিনিটেই পাওয়া যাচ্ছে বাড়ি ফেরার টিকেট। টিকেট কাটতে লগইন করুন bdtickets অ্যাপে অথবা ভিজিট করুন ওয়েবসাইট www.bdtickets.com এ। যে কোনো সহায়তার জন্য কল করুন ১৬৪৬০ নম্বরে, সপ্তাহের সাত দিনই।
সিইও কাজী মাহবুব হাসান বলেন, ‘বাড়ি ফেরার টিকেট কেনার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মে এখন যাত্রীরা রিটার্ন টিকেটও কাটছেন। কোনো রকম অতিরিক্ত চার্জ না নেয়ার পাশাপাশি এখন ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা দেওয়া হচ্ছে, এ কারণে অনেকেই অগ্রিম রিটার্ন টিকেট বুক করছেন, যা যাত্রীদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক ও সুবিধাজনক হচ্ছে। ঈদে যাত্রীদের বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে বিডিটিকেটস প্রতিশ্রুতিবদ্ধ।’

আরবি/ফিজ

Link copied!