ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ, হাসপাতালে ভর্তি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ১২:৩৯ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। পাকিস্তান মাঠ এলাকার একটি বাসায় ৩১ মার্চ রাতে  এই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিস্ফোরণে গুরুতর আহত ৬ জনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার লিক বা অন্য কোনো কারণে বিস্ফোরণটি ঘটেছে। তবে এটি নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তবে, আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।