আজ ২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনা দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল।
বুধবার সকাল ৬টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা জানান।
পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপরে সেখানে নামে হাজারো মানুষের ঢল। সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা জানাচ্ছে শ্রদ্ধা।
এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন।
আপনার মতামত লিখুন :