শনিবার, ২৯ মার্চ, ২০২৫

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০১:৫৫ পিএম

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। পরদিন শুক্রবার, বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন গত মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে সরকারি সফরে যাচ্ছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে, যার মধ্যে রয়েছে মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সহযোগিতা এবং গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা। এছাড়া এই সফরে অর্থনৈতিক, বিনিয়োগ এবং অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

আরবি/এফআই

Link copied!